প্রিন্ট
02/06/2023
Laws of Bangladesh
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮
( ২০১৮ সনের ৪৯ নং আইন )
[ ৮ অক্টোবর, ২০১৮ ]
National Sports Council Act, 1974
রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু
National Sports Council Act, 1974
(Act No. LVII of 1974) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮
নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs