প্রিন্ট

08/11/2024
Laws of Bangladesh

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০

( ২০২০ সনের ৫ নং আইন )

জনসেবক

২৫।  কর্পোরেশনের চেয়ারম্যান এবং তাহার অধঃস্তন কর্মচারীগণ এই আইনের অধীন Penal Code, 1860 এর section 21 এ ‘‘public servant (জনসেবক)’’ অভিব্যক্তিটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে জনসেবক বলিয়া গণ্য হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs