প্রিন্ট

07/12/2024
Laws of Bangladesh

আকাশপথে পরিবহণ (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০

( ২০২০ সনের ২১ নং আইন )

পক্ষভুক্ত রাষ্ট্র কর্তৃক মামলা দায়ের

 () মন্ট্রিল কনভেনশনের প্রতিটি পক্ষভুক্ত রাষ্ট্র কোনো আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে (এক) জন আইনানুগ ব্যক্তি হিসাবে বিবেচিত হইবে এবং আদালতের অধিক্ষেত্র Code of Civil Procedure, 1908 অনুসারে নির্ধারিত হইবে

 

() উপ-ধারা () এর অধীন মামলা দায়ের পরিচালনা সংক্রান্ত বিষয়ে Code of Civil Procedure, 1908 এর বিধান অনুসরণ করিতে হইবে

 

() এই ধারার কোনো কিছুই কোনো আদালতকে মন্ট্রিল কনভেনশনের পক্ষভুক্ত রাষ্ট্রের কোনো সম্পত্তি আটক বা বিক্রয় করিবার অধিকার প্রদান করিবে না


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs