প্রিন্ট

10/12/2024
Laws of Bangladesh

মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

( ২০২২ সনের ০৭ নং আইন )

তৃতীয় অধ্যায়

কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা

নদী ব্যবহার মাশুল (River-dues) আরোপের ক্ষমতা

১৭।  কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বন্দর সীমানায় আগত সমুদ্রগামী জাহাজ হইতে বন্দরের কোনো বার্থ, টার্মিনাল, জেটি, ঘাট, গুদাম, ওয়ার্ফ, কি, পিয়ার, নোঙরস্থান, ডক এবং একই ধরনের যেকোনো স্থানে পণ্য খালাস, বা বোঝাই হউক বা না হউক, পণ্যের উপর নদী ব্যবহার মাশুল (River-dues) আরোপ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs