বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩
(
২০২৩ সনের ০১ নং
আইন
)
[ ১৯ জানুয়ারি, ২০২৩ ]
তৃতীয় অধ্যায়
পেনশন
অস্থায়ী নিয়োগ সংক্রান্ত বিধান
১৬। কোনো বিচারক বাংলাদেশের অস্থায়ী প্রধান বিচারপতি হিসাবে কার্যভার পালন করিলে এবং উক্ত কার্যভার পালনরত অবস্থায় প্রধান বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হইলে, উক্ত কার্যভার পালনকালে প্রধান বিচারপতির কর্মকাল হিসাবে গণ্য হইবে।