প্রিন্ট

13/09/2024
Laws of Bangladesh

যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩

( ২০২৩ সনের ০৫ নং আইন )

বোর্ড এবং কমিটির ব্যয়-নির্বাহ

১০।  (১) বোর্ডের প্রশাসনিক ও পরিচালন সংক্রান্ত সকল ব্যয় সরকার কর্তৃক নির্বাহ করা হইবে।

(২) ধারা ৯ এর অধীন গঠিত কমিটির প্রশাসনিক ও পরিচালন সংক্রান্ত সকল ব্যয় বোর্ড কর্তৃক নির্বাহ ও অনুমোদিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs