প্রিন্ট
১৭। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথা:-
(ক) সিন্ডিকেট;
(খ) অ্যাকাডেমিক কাউন্সিল;
(গ) অনুষদ;
(ঘ) বিভাগ;
(ঙ) অর্থ কমিটি;
(চ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি;
(ছ) সিলেকশন কমিটি;
(জ) শৃঙ্খলা কমিটি;
(ঝ) অভিযোগ প্রতিকার কমিটি; এবং
(ঞ) সংবিধি অনুসারে গঠিত অন্যান্য কর্তৃপক্ষ।