প্রিন্ট
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(১) “র্কমচারী” অর্থে কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবে;
(২) “চেয়ারম্যান” অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান;
(৩) “ট্রাস্ট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট;
(৪) “ট্রাস্টি” অর্থ ট্রাস্টি বোর্ডের সদস্য;
(৫) “নির্ধারিত” অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত;
(৬)“পোষ্য” অর্থ সংশ্লিষ্ট শিক্ষকের স্বামী বা স্ত্রী এবং তাহার পিতা-মাতা, পুত্র ও কন্যা, বিশেষ চাহিদাসম্পন্ন পুত্র ও কন্যা এবং তৃতীয় লিঙ্গ সন্তান;
(৭) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৮) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৯) “বোর্ড” অর্থ এই আইনের অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; এবং
(১০) “শিক্ষক” অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা।