প্রিন্ট
৪। উক্ত আইনের ধারা ৩ এর—
(ক) উপ-ধারা (২) বিলুপ্ত হইবে;
(খ) উপ-ধারা (৭) এ উল্লিখিত “এবং, ক্ষেত্রমত, এই আইন কার্যকর হইবার তারিখের পরবর্তী পনের কার্যদিবসের মধ্যে” শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে; এবং
(গ) উপ ধারা (৯) এ উল্লিখিত “, বা ক্ষেত্রমত, (২)” কমাগুলি, শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী বিলুপ্ত হইবে।