প্রিন্ট

13/09/2024
Laws of Bangladesh

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৮ নং আইন )

২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৪।   উক্ত আইনের ধারা ৩ এর—

(ক) উপ-ধারা (২) বিলুপ্ত হইবে;

(খ) উপ-ধারা (৭) এ উল্লিখিত “এবং, ক্ষেত্রমত, এই আইন কার্যকর হইবার তারিখের পরবর্তী পনের কার্যদিবসের মধ্যে” শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে; এবং

(গ) উপ ধারা (৯) এ উল্লিখিত “, বা ক্ষেত্রমত, (২)” কমাগুলি, শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী বিলুপ্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs