প্রিন্ট
05/07/2025
Laws of Bangladesh
রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭
( ১৯৮৭ সনের ৩৮ নং আইন )
[ ১ আগষ্ট, ১৯৮৭ ]
দ্বিতীয় খন্ড
করর্পোরেশন
চতুর্থ পরিচ্ছেদ
নির্বাহী ক্ষমতা
কমিশনারগণের ভোটদানের উপর বিধি-নিষেধ
৩৭৷ কর্পোরেশন বা উহার কোন কমিটি সভায় কোন কমিশনারের আচরণ সম্পর্কিত কোন বিষয়ের আলোচনায় অথবা তাঁহার আর্থিক স্বার্থ আছে এইরূপ কোন বিষয়ে অথবা তাঁহার ব্যবস্থাধীন বা নিয়ন্ত্রণাধীন আছে এইরূপ কোন সম্পত্তি বিষয়ক আলোচনায় তিনি অংশ গ্রহণ বা ভোট দান করিবেন না৷
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs