প্রিন্ট
12/10/2024
Laws of Bangladesh
রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭
( ১৯৮৭ সনের ৩৮ নং আইন )
[ ১ আগষ্ট, ১৯৮৭ ]
দ্বিতীয় খন্ড
করর্পোরেশন
দ্বিতীয় পরিচ্ছেদ
কর্পোরেশনের করারোপণ
আদর্শ কর তফসিল
৬৮৷ সরকার আদর্শ কর-তফসিল প্রণয়ন করিতে পারিবে, এবং অনুরূপ কর-তফসিল প্রণীত হইয়া থাকিলে, কর্পোরেশন কর, রেইট, টোল, সেস বা ফিস আরোপণের ক্ষেত্রে তদ্দ্বারা পরিচালিত হইবে৷
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs