৯১৷ (১) সরকারের পূর্ব অনুমোদনক্রমে, কর্পোরেশন ব্যক্তি মালিকানাধীন নহে নগরীর মধ্যে অবস্থিত সকল পানির উত্স, ঝর্ণা, নদী, দীঘি, পুকুর ও ধারা অথবা উহার কোন অংশকে সরকারী জলাধার হিসাবে ঘোষণা করিতে পারিবে৷
(২) কর্পোরেশন প্রবিধান অনুযায়ী কোন সরকারী জলাধারায় আমোদ-প্রমোদ এবং জীবন রত্মগার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং পানি সেচ, পানি নিষ্কাশন ও নৌচলাচল সম্পর্কিত আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান সাপেক্ষে উহার উন্নয়ন ও সংস্কার করিতে পারিবে৷