প্রিন্ট

10/12/2024
Laws of Bangladesh

বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৫ নং আইন )

বিধি প্রণয়নের ক্ষমতা
২৫৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
 
 
 
 
(২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে তগুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইতে পারে, যথা :-
 
 
 
 
(ক) এই আইনের অধীন দরখাস্ত্মের ফরম;
 
 
 
 
(খ) দরখাস্ত্মের সহিত প্রদেয় ফিস ও প্রসেস ফিস;
 
 
 
 
(গ) বোর্ডের সিদ্ধান্ত্মের ফরম;
 
 
 
 
(ঘ) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ এবং তাহাদের অপসারণ;
 
 
 
 
(ঙ) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণের ভাতা ও সম্মানী;
 
 
 
 
(চ) বোর্ডের নথি, রেজিষ্টার, রেকর্ডপত্র;
 
 
 
 
(ছ) জেলা প্রশাসক ও সরকারের নিকট প্রেরিতব্য তথ্য ও বিবরণী;
 
 
 
 
(জ) বোর্ডের কার্যপদ্ধতি;
 
 
 
 
(ঝ) এই আইনের বিধানাবলী বাস্ত্মবায়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs