প্রিন্ট
04/06/2023
Laws of Bangladesh
খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০
( ১৯৯০ সনের ৫৪ নং আইন )
[ ৩১ জুলাই, ১৯৯০ ]
খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন৷
যেহেতু জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন-ক্ষেত্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধার ব্যবস্থাকল্পে খুলনা বিশ্ববিদ্যালয় নামে খুলনায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন
খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০
নামে অভিহিত হইবে৷
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs