প্রিন্ট

27/07/2024
Laws of Bangladesh

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ৮ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
 
 
(ক) “কমিশন” অর্থ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন;
 
 
 
 
(খ) “কর্মকর্তা বা কর্মচারী” অর্থ সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা বা কর্মচারী;
 
 
 
 
(গ) “চীফ হুইপ” অর্থ সংসদের চীফ হুইপ;
 
 
 
 
(ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
 
 
(ঙ) “বিরোধী দলের উপ-নেতা” অর্থ বিরোধী দলের নেতা কর্তৃক সংসদে বিরোধী দলের উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ সদস্য;
 
 
 
 
(চ) “বিরোধী দলের নেতা” অর্থ স্পীকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য সাময়িকভাবে সংসদে সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা;
 
 
 
 
(ছ) “সচিব” অর্থ সংসদ সচিবালয়ের সচিব বা সাময়িকভাবে তাহার দায়িত্ব পালনরত কোন ব্যক্তি;
 
 
 
 
(জ) “স্পীকার” অর্থ সংসদের স্পীকার এবং সংবিধানের ৭৪ অনুচেছদ অনুসারে সাময়িকভাবে স্পীকারের পদে অধিষ্ঠিত ব্যক্তি;
 
 
(ঝ) “সংসদ” অর্থ জাতীয় সংসদ;
 
 
 
 
(ঞ) “সংসদ উপ-নেতা” অর্থ প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ-সদস্য;
 
 
 
 
(ট) “সংসদ-নেতা” অর্থ প্রধানমন্ত্রী;
 
 
 
 
(ঠ) “সংসদ সচিবালয়” অর্থ জাতীয় সংসদ সচিবালয়;
 
 
 
 
(ড) “সংসদ সচিবালয় কমিশন” অর্থ এই আইনের ধারা ৭ এর অধীন গঠিত সংসদ সচিবালয় কমিশন;
 
 
 
 
(ঢ) “সংসদ-সদস্য” অর্থ সংসদের কোন সদস্য; এবং
 
 
 
 
(ণ) “হুইপ” অর্থ সংসদের হুইপ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs