প্রিন্ট
[ ১২ সেপ্টেম্বর, ১৯৯৪ ]
চতুর্থ খন্ড
ব্যবস্থাপনা ও প্রশাসন
চার্জ, বন্ধক ইত্যাদি সম্পর্কিত তথ্য
১৬৪৷ রেজিষ্ট্রার নির্ধারিত ফরমে এবং এই আইন অনুযায়ী তাহার নিকট নিবন্ধিকৃত সকল বন্ধক বা চার্জের নির্ধারিত তথ্যাদিসহ একটি তারিখানুক্রমিক-সূচী রক্ষণ করিবেন।