প্রিন্ট

06/10/2024
Laws of Bangladesh

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ১১ নং আইন )

ইনষ্টিটিউট পরিচালনা
৫৷ ইনষ্টিটিউট 1[ব্যবস্থাপনা] ও ইহার প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ইনষ্টিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে 2[ব্যবস্থাপনা] বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে৷

  • 1
    “ব্যবস্থাপনা” শব্দটি “পরিচালনা” শব্দটির পরিবর্তে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২১ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    “ব্যবস্থাপনা” শব্দটি “পরিচালনা” শব্দটির পরিবর্তে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২১ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs