প্রিন্ট

15/11/2024
Laws of Bangladesh

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ৮ নং আইন )

পরিচালনা বোর্ড
৬৷ পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
 
 
 
 
(খ) সরকার কর্তৃক মনোনীত জাতীয় সংসদের তিনজন সদস্য;
 
 
 
 
(গ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব;
 
 
 
 
(ঘ) অর্থ বিভাগ কর্তৃক উক্ত বিভাগ হইতে মনোনীত অন্যুন যুগ্ম-সচিবের পদমর্যাদার একজন কর্মকর্তা;
 
 
 
 
(ঙ) জাতীয় যাদুঘরের মহা-পরিচালক, পদাধিকারবলে;
 
 
 
 
(চ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ছ) বাংলা একাডেমীর মহা-পরিচালক, পদাধিকারবলে;
 
 
 
 
(জ) পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ঝ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সংশ্লিষ্ট উপ-সচিব;
 
 
 
 
(ঞ) জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, পদাধিকারবলে;
 
 
 
 
(ট) সরকার কর্তৃক মনোনীত লোক ও কারুশিল্প উন্নয়নে উত্সাহী তিনজন ব্যক্তি;
 
 
 
 
(ঠ) চারুকলা ইন্সটিটিউটের পরিচালক, পদাধিকারবলে;
 
 
 
 
(ড) লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs