প্রিন্ট

09/09/2024
Laws of Bangladesh

অর্থ আইন, ২০০০

( ২০০০ সনের ১৫ নং আইন )

অষ্টম অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের ২২ নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৫ এর সংশোধন
৮৭৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৫ এর উপ-ধারা (২) এর “ব্যবসায়ীর যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) অন্ত্মর্ভুক্ত থাকিবে” শব্দগুলি, কমাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণ মূল্য, যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ, ফি ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) এবং মুনাফা অন্ত্মর্ভুক্ত থাকিবে” শব্দগুলি, কমাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs