প্রিন্ট
11/07/2025
Laws of Bangladesh
সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১
( ২০০১ সনের ১০ নং আইন )
[ ৯ এপ্রিল, ২০০১ ]
দ্বিতীয় ভাগ
কর্পোরেশন
পঞ্চম পরিচ্ছেদ
নির্বাহী ক্ষমতা
অন্যান্য কমিটি গঠন
৪২৷ কর্পোরেশন প্রয়োজনবোধে, কমিশনারগণের মধ্য হইতে বাছাইকৃত ব্যক্তিগণের সমন্বয়ে অন্যুন
তিন সদস্যবিশিষ্ট অন্যান্য কমিটি গঠন করিতে পারিবে৷
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs