ষষ্ঠ পরিচ্ছেদ
                            
                            
                        
                    
                    
                        
                            
                            কপোরের্শনের কর্মকর্তা ও কর্মচারীগণ
                            
                            
                        
                    
                 
            
            
                
                
            
            
                
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                         	ভবিষ্য তহবিল, ইত্যাদি
                        
                        
                    
                    
                    
                
            
            
                
                	৫৯৷ কর্পোরেশন বিধি অনুসারে-
 
 
 
 
(ক) 	উহার কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য ভবিষ্য তহবিল গঠন করিতে পারিবে এবং নির্ধারিত হারে উক্ত তহবিলে চাঁদা প্রদান করিবার জন্য তাহাদিগকে নির্দেশ দিতে পারিবে;
 
 
 
 
(খ) 	ভবিষ্য তহবিলে চাঁদা প্রদান করিতে পারিবে;
 
 
 
 
(গ) 	উহার কর্মকর্তা ও কর্মচারীগণের অবসর গ্রহণের পর আনুতোষিক প্রদানের ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(ঘ) 	উহার কোন কর্মকর্তা বা কর্মচারী তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করার কারণে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরণ করিলে, তাঁহার পরিবারকে বিশেষ আনুতোষিক প্রদান করিতে পারিবে;
 
 
 
 
(ঙ) 	উহার কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য সামাজিক বীমা প্রবর্তন করিতে পারিবে এবং উহাতে চাঁদা প্রদানের জন্য তাহাদিগকে নির্দেশ দিতে পারিবে;
 
 
 
 
(চ) 	কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য কল্যাণ তহবিল প্রবর্তন করিতে পারিবে এবং উহা হইতে তাহাদিগকে সাহায্য করিতে পারিবে৷
                
                
                
                
                
                
            
 
        
            
        
        
            
        
        
        
        
        
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs