ট্রাস্টের তহবিল
                        
                        
                    
                    
                    
                
            
            
                
                ৯৷ (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-	
 
 
(ক) 	সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;	
 
 
(খ) 	স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান;	
 
 
(গ) 	সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ;	
 
 
(ঘ) 	ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান ও সম্পদ হইতে আয়;	
 
 
(ঙ) 	ট্রাস্টের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ;	
 
 
(চ) 	দেশী ও বিদেশী উত্স হইতে প্রাপ্ত অর্থ;	
 
 
(ছ) 	অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷	
 
 
	(২) এই তহবিল ট্রাস্টের নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উঠানো যাইবে৷	
 
 
	(৩) এই তহবিল হইতে ট্রাস্টের প্রয়োজনীয় ব্যয়-নির্বাহ করা হইবে৷	
 
 
	(৪) বোর্ড তহবিলের অর্থ বা উহার অংশবিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করিতে পারিবে৷