প্রিন্ট

15/03/2025
Laws of Bangladesh

জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২

( ২০০২ সনের ৬ নং আইন )

২০০০ সনের ৭ নং আইনের রহিতকরণ
২৷ জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs