তৃতীয় অধ্যায়
                            
                            
                        
                    
                    
                        
                            
                            বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন, পরিচালনা, লাইসেন্স, ইত্যাদি
                            
                            
                        
                    
                 
            
            
                
                
            
            
                
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                         	আপীল
                        
                        
                    
                    
                    
                
            
            
                
                	১৭৷ (১) লাইসেন্সিং কর্তৃপক্ষের কোন আদেশ দ্বারা কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত আদেশের বিরুদ্ধে আদেশ জারীর তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আপীল দায়ের করিতে পারিবেন এবং সরকার, এইরূপে প্রাপ্ত আপীল নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করিবে৷
 
 
 
 
	(২) উপ-ধারা (১) এর অধীন দায়েরকৃত আপীলের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷
 
 
 
 
                
                
                
                
                
                
             
        
        
            
        
        
        
        
        
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs