প্রিন্ট
13/01/2025
Laws of Bangladesh
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪
( ২০০৪ সনের ৫ নং আইন )
[ ২৩ ফেব্রুয়ারি, ২০০৪ ]
আইনের প্রাধান্য
1
[২ক। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।]
1
ধারা ২ক দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬০ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs