|
|
|
|
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ |
|
( ২০০৩ সনের ৭ নং আইন ) |
|
|
|
|
|
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ এবং অগ্নি হইতে উদ্ধার কার্যের জন্য বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷
|
|
যেহেতু অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ এবং অগ্নি হইতে উদ্ধার কার্যের জন্য বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
|
|
সূচী |
|
ধারাসমূহ |
|
|
১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন |
২৷ সংজ্ঞা |
৩৷ অগ্নি নির্বাপণ ব্রিগেড সংরক্ষণ |
৪৷ মালগুদাম (warehouse) ও কারখানার লাইসেন্স |
৫৷ লাইসেন্স বাতিল, ইত্যাদি |
৬৷ লাইসেন্স হস্তান্তর যোগ্য নয় |
৭৷ বহুতল বা বাণিজ্যিক ভবনের নক্শা অনুমোদন, ইত্যাদি |
৮৷ বিদ্যমান বহুতল বা বাণিজ্যিক ভবন সংক্রান্ত বিধান |
৯৷ অগ্নি নির্বাপণের সময় কতিপয় ক্ষমতা প্রয়োগ |
১০৷ সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে সেবা প্রদান |
১১৷ অগ্নি নির্বাপণের কাজে পানি ব্যবহারে বাধা প্রদান নিষিদ্ধ |
১২৷ প্রবেশ, ইত্যাদির ক্ষমতা |
১৩৷ অগ্নিকাণ্ডের তদন্ত, ইত্যাদি |
১৪৷ ব্রিগেডের সাহায্যে সহায়তা প্রদানকারী সংস্থা ইত্যাদি |
১৫৷ অধিদপ্তরের সদস্য শ্রমিক হিসাবে গণ্য না হওয়া |
১৬৷ জনসেবক |
১৭৷ ধারা ৪ এর বিধান ভংগের শাস্তি |
১৮৷ লাইসেন্সের শর্ত পালন না করার শাস্তি |
১৯৷ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং ধারা ১৪ এ বর্ণিত সহায়তা প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের কাজে বাধা প্রদানের শাস্তি |
২০৷ শাস্তির ব্যবস্থা করা হয় নাই এই রকম অপরাধের শাস্তি |
২১৷ দাহ্যবস্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাছাইকরণ, সংকোচন, ইত্যাদির শাস্তি |
২২৷ ক্ষতিপূরণ ইত্যাদির দাবী অগ্রহণযোগ্য |
২৩৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন |
২৪৷ অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি |
২৫৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ |
২৬৷ ক্ষমতা অর্পণ |
২৭৷ প্রতিবেদন |
২৮৷ বিধি প্রণয়নের ক্ষমতা |
২৯৷ অগ্নি নির্বাপণ অধিদপ্তর |
৩০৷ রহিতকরণ ও হেফাজত |
|
|
|
|
 |
Copyright © 2010,
Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and
Parliamentary Affairs |
|
|
|
|
| |