[Home] [Act List]  
 
মোবাইল কোর্ট অধ্যাদেশ, ২০০৭
( ২০০৭ সনের ৩১ নং অধ্যাদেশ)
[২৯ অক্টোবর, ২০০৭]  
 
 
আইন শৃংখলা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর দক্ষতার সহিত সম্পাদন করিবার জন্য মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান করিবার লক্ষ্যে প্রণীত
 
অধ্যাদেশ

যেহেতু জনস্বার্থে, আইন শৃংখলা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর দক্ষতার সহিত সম্পাদন করিবার জন্য সরকারী কর্মকর্তা বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কতিপয় অপরাধ তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে আমলে গ্রহণ করিয়া দন্ড আরোপের সীমিত ক্ষমতা অর্পণ করিয়া মোবাইল কোর্ট পরিচালনা করিবার লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং


যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;


সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিলেনঃ


 
সূচী
ধারাসমূহ
 
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২৷ সংজ্ঞা
৩৷ অধ্যাদেশের প্রাধান্য
৪৷ মোবাইল কোর্ট পরিচালনা
৫৷ মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ
৬৷ দন্ড আরোপের সীমাবদ্ধতা
৭৷ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রয়োগ
৮৷ মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে পুলিশ, ইত্যাদির সহায়তা প্রদানের বাধ্যবাধকতা
৯৷ আপীল
১০৷ সরল বিশ্বাসে কৃত কার্য রক্ষণ
১১৷ তফসিল সংশোধনের ক্ষমতা
১২৷ বিধি প্রণয়নের ক্ষমতা
   

Copyright © 2010, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs