[Home] [Act List]  
 
জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮
( ২০০৮ সনের ১৮ নং অধ্যাদেশ)
[১৫ মে, ২০০৮]  
 
 
জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তদ্ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধানাবলী প্রণয়নকল্পে
অধ্যাদেশ
 

যেহেতু জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তদ্ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধানাবলী প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং


যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;


সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিলেনঃ-


 
সূচী
ধারাসমূহ
 
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২৷ সংজ্ঞা
দ্বিতীয় অধ্যায়
পরিচয় নিবন্ধন, ইত্যাদি
৩৷ জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা
৪৷ কর্তৃপক্ষের কার্যালয় ও দায়িত্ব অর্পণ
৫৷ কর্তৃপক্ষের কার্যাবলী ও দায়িত্ব
৬৷ ক্ষমতা অপর্ণ
৭৷ ফি আদায়
তৃতীয় অধ্যায়
কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা, পরামর্শক, ইত্যাদি
৮৷ কর্তৃপক্ষের সদস্য ও চেয়ারম্যান
৯৷ কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী
১০৷ পরামর্শক নিয়োগ
চতুর্থ অধ্যায়
জাতীয় পরিচয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র প্রদান, ইত্যাদি
১১৷ জাতীয় পরিচয়পত্র প্রদান
১২৷ পরিচয় নিবন্ধন
১৩৷ কতিপয় সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন
১৪৷ তথ্য-উপাত্তের জন্য আবেদন
১৫৷ জন্ম ও মৃত্যু সম্পর্কে তথ্যাদি সংরক্ষণ
১৬৷ জাতীয় পরিচয়পত্র সংশোধন
১৭৷ কতিপয় ক্ষেত্রে নতুন পরিচয়পত্র প্রদান
১৮৷ জাতীয় পরিচয়পত্র বাতিল
পঞ্চম অধ্যায়
চুক্তি, ঋণ গ্রহণ, প্রতিবেদন, ইত্যাদি
১৯৷ চুক্তি সম্পাদন
২০৷ ঋণ গ্রহণের ক্ষমতা
২১৷ প্রতিবেদন পেশ
ষষ্ঠ অধ্যায়
কর্তৃপক্ষের তহবিল, বাজেট, ইত্যাদি
২২৷ কর্তৃপক্ষের তহবিল
২৩৷ বাজেট
২৪৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা
সপ্তম অধ্যায়
অপরাধ,দণ্ড ও আপীল
২৫৷ মিথ্যা তথ্য প্রদানের জন্য দণ্ড
২৬৷ একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিবার দণ্ড
২৭৷ জাতীয় পরিচয়পত্রের তথ্য বিকৃত অথবা নষ্ট করিবার দণ্ড
২৮৷ জাতীয় পরিচয়পত্র জাল করিবার দণ্ড
২৯৷ অপরাধ আমলে গ্রহণ
৩০৷ কর্তৃপক্ষের কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক দায়িত্ব অবহেলার দন্ড
৩১৷ আপীল
অষ্টম অধ্যায়
বিবিধ
৩২৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
৩৩৷ জনসেবক
৩৪৷ কর্তৃপক্ষকে বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রদান
৩৫৷ কোন বিধানের প্রয়োগ স্থগিতকরণের ক্ষমতা
৩৬৷ বিশেষ বিধান
নবম অধ্যায়
বিধি,প্রবিধান,নির্দেশ,ইত্যাদি
৩৭৷ সরকারের নির্দেশ
৩৮৷ অস্পষ্টতা দূরীকরণ
৩৯৷ বিধি প্রণয়নের ক্ষমতা
৪০৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা
   

Copyright © 2010, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs