[Home] [Act List]  
 
সরকারী অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ, ২০০৮
( ২০০৮ সনের ৫৫ নং অধ্যাদেশ)
[]  
 
 
আদালতে মামলা পরিচালনা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি সম্পর্কে সরকারের পক্ষে দায়িত্ব পালনের জন্য একটি স্থায়ী সরকারী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এবং উক্ত সার্ভিসে নিয়োগ ও কর্মের শতাবর্র্লী নিয়ন্ত্রণ সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ সুসংহত ও সংশোধনের উদ্দেশ্যে উহা রহিতক্রমে পুনঃপ্রণয়নের লক্ষ্যে প্রণীত
 
অধ্যাদেশ

আদালতে মামলা পরিচালনা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি সম্পর্কে সরকারের পক্ষে দায়িত্ব পালনের জন্য একটি স্থায়ী সরকারী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এবং উক্ত সার্ভিসে নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ সুসংহত ও সংশোধনের উদ্দেশ্যে উহা রহিত করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং


যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;


সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিলেনঃ-


 
সূচী
ধারাসমূহ
 
প্রথম পরিচ্ছেদ
প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন।
২। সংজ্ঞা।
দ্বিতীয় পরিচ্ছেদ
সার্ভিস ও অধিদপ্তর প্রতিষ্ঠা
৩। সরকারী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা।
৪। সার্ভিসের কর্ম পরিধি।
৫। অধিদপ্তর প্রতিষ্ঠা, ইত্যাদি।
৬। অধিদপ্তরের কর্ম পরিধি।
৭। সার্ভিসের জেলা অফিসের প্রশাসনিক নিয়ন্ত্রণ।
তৃতীয় পরিচ্ছেদ
সার্ভিসে নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ
৮। নিয়োগ পদ্ধতি।
৯। সরাসরি নিয়োগ।
১০। পদোন্নতির মাধ্যমে নিয়োগ।
১১। শিক্ষানবিস ও চাকুরীতে স্থায়ীকরণ।
১২। কর্মস্থল নির্ধারণ, বদলী, ইত্যাদি।
১৩। সার্ভিস হইতে প্রেষণে নিয়োগ।
১৪। অবসর গ্রহণের বয়সসীমা।
১৫। বেতন, ভাতা, ইত্যাদি।
১৬। চাকুরীর সাধারণ শর্তাবলী।
চতুর্থ পরিচ্ছেদ
নিয়োগ সম্পর্কিত বিশেষ ক্রান্তিকালীন বিধান
১৭। বিশেষ নিয়োগ।
১৮। সাময়িক বিশেষ নিয়োগ।
পঞ্চম পরিচ্ছেদ
বিবিধ
১৯। সার্ভিসের কর্মকর্তাগণ সরকারী কর্মচারী ও লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া সম্পর্কিত বিধান।
২০। বেসরকারী আইনজীবী নিয়োগ।
২১। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ।
২২। তফসিল সংশোধন সংক্রান্ত বিধান।
২৩। বিধি প্রণয়নের ক্ষমতা।
২৪। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ।
২৫। রহিতকরণ ও হেফাজত।
তফসিল
   

Copyright © 2010, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs