[Home] [Act List]  
 
পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০
( ২০১০ সনের ৫৮ নং আইন )
[]  
 
 
জাতিসংঘ কর্তৃ ক ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, ১৯৭৯ ও শিশু অধিকার সনদ, ১৯৮৯ এর স্বাক্ষরকারী রাষ্ট্র হিসাবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত নারী ও শিশুর সমঅধিকার প্রতিষ্ঠার নিমিত্ত পারিবারিক সহিংসতা প্রতিরোধ,পারিবারিক সহিংসতা হইতে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন।
 
যেহেতু জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, ১৯৭৯ ও শিশু অধিকার সনদ, ১৯৮৯ এর স্বাক্ষরকারী রাষ্ট্র হিসাবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত নারী ও শিশুর সমঅধিকার প্রতিষ্ঠার নিমিত্ত পারিবারিক সহিংসতা প্রতিরোধ, পারিবারিক সহিংসতা হইতে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
সূচী
ধারাসমূহ
 
প্রম অধ্যায়
প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন
২। সংজ্ঞা
দ্বিতীয় অধ্যায়
পারিবারিক সহিংসতা
৩। পারিবারিক সহিংসতা
তৃতীয় অধ্যায়
পুলিশ অফিসার, প্রয়োগকারী কর্মকর্তা এবং সেবা প্রদানকারীর দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি
৪। পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য
৫। প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ
৬। প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য
৭। সেবা প্রদানকারী এবং উহাদের দায়িত্ব ও কর্তব্য।
৮। আশ্রয় নিবাসের দায়িত্ব
৯। চিকিৎসা সেবা প্রদানকারীর দায়িত্ব
চতুর্থ অধ্যায়
সংক্ষুব্ধ ব্যক্তির অধিকার, প্রতিকার প্রাপ্তি, ইত্যাদি
১০। অংশীদারী বাসগৃহে বসবাসের অধিকার।
১১। আদালতে আবেদন
১২। আবেদন দাখিলের স্থান
১৩। অন্তবর্তীকালীন সুরক্ষা আদেশ ও নোটিশ জারী
১৪। সুরক্ষা আদেশ
১৫। বসবাস আদেশ
১৬। ক্ষতিপূরণ আদেশ
১৭। নিরাপদ হেফাজত আদেশ
১৮। বিনা মূল্যে আদেশের অনুলিপি সরবরাহ
১৯। আদেশের মেয়াদ ও সংশোধন, ইত্যাদি
পঞ্চম অধ্যায়
আবেদন নিষ্পত্তি, বিচার, আপীল, ইত্যাদি
২০। আবেদন নিষ্পত্তি
২১। বিচার
২২। বিচারের কার্যপদ্ধতি
২৩। নিভৃত কক্ষে বিচার কার্যক্রম
২৪। সরেজমিনে তদন্ত
২৫। আদেশ জারী
২৬। প্রতিপক্ষের অনুপস্থিতিতে বিচার
২৭। আবেদন খারিজ
২৮। আপীল
ষষ্ঠ অধ্যায়
অপরাধ, শাস্তি, ইত্যাদি
২৯। আমলযোগ্যতা, জামিনযোগ্যতা এবং আপোষযোগ্যতা
৩০। সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি
৩১। সমাজকল্যাণমূলক কাজে সেবা প্রদান
৩২। মিথ্যা আবেদন করিবার শাস্তি
সপ্তম অধ্যায়
বিবিধ
৩৩। জনসেবক
৩৪। প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহিতা
৩৫। এই আইনের বিধানাবলীর অতিরিক্ততা
৩৬। বিধি প্রণয়নের ক্ষমতা
৩৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
   

Copyright © 2010, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs