[Home] [Act List]  
 
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭
( ২০১৭ সনের ২৪ নং আইন )
[২৮ নভেম্বর, ২০১৭]  
 
 
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন
 
যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান প্রাগ্রসর বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চা, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ পঠন-পাঠন ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে জামালপুরে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল-
 
সূচী
ধারাসমূহ
 
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
৩। বিশ্ববিদ্যালয় স্থাপন
৪। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা
৫। সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত
৬। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান
৭। মঞ্জুরি কমিশনের দায়িত্ব
৮। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী
৯। চ্যান্সেলর
১০। ভাইস-চ্যান্সেলর নিয়োগ
১১। ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব
১২। প্রো-ভাইস-চ্যান্সেলর
১৩। কোষাধ্যক্ষ
১৪। অন্যান্য কর্মচারীর নিয়োগ, দায়িত্ব ও ক্ষমতা
১৫। রেজিস্ট্রার
১৬। পরীক্ষা নিয়ন্ত্রক
১৭। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
১৮। সিন্ডিকেট
১৯। সিন্ডিকেটের সভা
২০। সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব
২১। একাডেমিক কাউন্সিল
২২। একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব
২৩। অনুষদ
২৪। ইনস্টিটিউট
২৫। বিভাগ
২৬। পাঠক্রম কমিটি
২৭। বিশ্ববিদ্যালয়ের তহবিল
২৮। বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থী বেতনাদি
২৯। অর্থ কমিটি
৩০। অর্থ কমিটির ক্ষমতা ও দায়িত্ব
৩১। পরিকল্পনা ও উন্নয়ন কমিটি
৩২। সিলেকশন কমিটি
৩৩। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তৃপক্ষ
৩৪। শৃঙ্খলা বোর্ড
৩৫। হল
৩৬। বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি
৩৭। পরীক্ষা
৩৮। পরীক্ষা পদ্ধতি
৩৯। চাকরির শর্তাবলি
৪০। সংবিধি প্রণয়ন, ইত্যাদি
৪১। বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন, ইত্যাদি
৪২। প্রবিধান প্রণয়ন, ইত্যাদি
৪৩। বার্ষিক প্রতিবেদন
৪৪। বার্ষিক হিসাব
৪৫। কর্তৃপক্ষের সদস্য হইবার ক্ষেত্রে বিধি-নিষেধ
৪৬। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংস্থা গঠন সম্পর্কে বিরোধ
৪৭। কমিটি গঠন
৪৮। আকস্মিক-সৃষ্ট শূন্য পদ পূরণ
৪৯। কার্যধারার বৈধতা, ইত্যাদি
৫০। বিতর্কিত বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্ত
৫১। অবসরভাতা ও ভবিষ্য তহবিল
৫২। সংবিধিবদ্ধ মঞ্জুরি
৫৩। অসুবিধা দূরীকরণ
তফসিল
   

Copyright © 2010, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs