|
|
|
|
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ |
|
( ২০০৬ সনের ২৪ নং আইন ) |
|
|
|
|
|
সরকারী তহবিলের অর্থ দ্বারা কোন পণ্য, কার্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করা এবং উক্তরূপ ক্রয়কার্যে অংশগ্রহণে ইচ্ছুক সকল ব্যক্তির প্রতি সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চত করিবার জন্য অনুসরণীয় পদ্ধতি নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধানকল্পে প্রণীত আইন
|
|
যেহেতু সরকারী তহবিলের অর্থ দ্বারা কোন পণ্য, কার্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করা এবং উক্তরূপ ক্রয়কার্যে অংশগ্রহণে ইচ্ছুক সকল ব্যক্তির প্রতি সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করিবার জন্য অনুসরণীয় পদ্ধতি নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
|
|
সূচী |
|
ধারাসমূহ |
|
|
প্রথম অধ্যায় প্রাথমিক বিষয়াদি |
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন |
২৷ সংজ্ঞা |
৩৷ প্রয়োগ ও প্রযোজ্যতা |
৪৷ আইনের প্রাধান্য |
দ্বিতীয় অধ্যায় দরপত্র বা প্রস্তাব প্রস্তুত, কমিটি, ইত্যাদি |
৫৷ ক্রয় সংক্রান্ত দলিল প্রস্তুত, বিতরণ ও মূল্যায়ন |
৬৷ উন্মুক্তকরণ (Opening) কমিটি |
৭৷ মূল্যায়ন কমিটি |
৮৷ দরপত্র বা প্রস্তাব অনুমেদন, ইত্যাদি |
তৃতীয় অধ্যায় ক্রয় সংক্রান্ত নীতিসমূহ |
অংশ-১ সাধারণ নির্দেশনা |
৯৷ ক্রয় সংক্রান্ত আইন, ইত্যাদি সাধারণের প্রাপ্যতা |
১০৷ যোগাযোগের ধরণ |
১১৷ ক্রয় পরিকল্পনা প্রণয়ন, ইত্যাদি |
১২৷ ক্রয় সংক্রান্ত দলিল |
১৩৷ ক্রয়কার্যে প্রতিযোগিতা |
১৪৷ দরপত্রের মেয়াদ নির্ধারণ, নিরাপত্তা জামানত প্রদান, ইত্যাদি |
১৫৷ বিনির্দেশ (specification) এবং কর্মপরিধি (terms of reference) প্রস্তুত |
১৬৷ সামাজিক বিচার্য বিষয় |
১৭৷ দলিলপত্রাদি অনুবাদ ও প্রকাশনা |
১৮৷ ক্রয় প্রক্রিয়ার গোপনীয়তা রক্ষা |
১৯৷ দরপত্র, প্রস্তাব বা কোটেশন বাতিলকরণ |
২০৷ ক্রয় অনুমোদন প্রক্রিয়া ও চুক্তি সম্পাদন নোটিশ |
২১৷ চুক্তি সম্পাদন নোটিশ প্রকাশ এবং অবহিতকরণ |
২২৷ চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা |
২৩৷ ক্রয় সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ |
২৪৷ ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ |
অংশ-২ ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ |
২৫৷ বৈষম্যহীনতা |
২৬৷ ব্যক্তির যোগ্যতা |
২৭৷ যৌথ উদ্যোগ |
২৮৷ স্বার্থের সংঘাত |
অংশ-৩ অভিযোগ ও আপীল |
২৯৷ অভিযোগ করিবার অধিকার |
চতুর্থ অধ্যায় পণ্য, কার্য, ইত্যাদির ক্রয় পদ্ধতি এবং উহার প্রয়োগ |
অংশ-১ অভ্যন্তরীণ ক্রয় |
৩১৷ পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ |
৩২৷ পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ে অন্যান্য ক্রয় পদ্ধতির প্রয়োগ |
অংশ-২ আন্তর্জাতিক ক্রয় |
৩৩৷ পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ |
৩৪৷ পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ে অন্যান্য পদ্ধতির প্রয়োগ |
অংশ-৩ ফ্রেমওয়ার্ক চুক্তি, ইত্যাদি |
৩৫৷ দূতাবাস এবং বিশেষ ক্ষেত্রে জাতীয় পতাকাবাহী বাহনের জন্য ক্রয় |
৩৬৷ ফ্রেমওয়ার্ক চুক্তি |
পঞ্চম অধ্যায় বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয় পদ্ধতি ও উহার প্রয়োগ |
অংশ-১ অভ্যন্তরীণ ক্রয় |
৩৭৷ বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ে অনুসরণীয় পদ্ধতি |
৩৮৷ বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ে অন্যান্য পদ্ধতির প্রয়োগ |
অংশ-২ আন্তর্জাতিক ক্রয় |
৩৯৷ বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ে আন্তর্জাতিক পরামর্শক নির্বাচন |
ষষ্ঠ অধ্যায় ক্রয় প্রক্রিয়াকরণ |
অংশ-১ বিজ্ঞাপন |
৪০৷ বিজ্ঞাপন |
অংশ-২ পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ের জন্য প্রাক-যোগ্যতা নির্ধারণ |
৪১৷ প্রাক-যোগ্যতা দলিল বিতরণ ও দাখিল |
৪২৷ প্রাক-যোগ্যতার আবেদনপত্র উন্মুক্তকরণ |
৪৩৷ প্রাক-যোগ্যতার আবেদনত্র মূল্যায়ন ও তত্সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ |
অংশ-৩ পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ের জন্য দরপত্র প্রক্রিয়াকরণ |
৪৪৷ দরপত্র দলিল বিক্রয় এবং প্রাক-দরপত্র সভা, ইত্যাদি |
৪৫৷ দরপত্র দলিলের সংশোধন |
৪৬৷ দরপত্র প্রস্তুত ও দাখিল |
৪৭৷ দরপত্র উন্মুক্তকরণ |
৪৮৷ দরপত্র মূল্যায়ন, ইত্যাদি |
৪৯৷ পূর্বশর্ত হিসাবে কোন নিগোসিয়েশন বা দরপত্র সংশোধন না করা |
৫০৷ দরপত্র দাখিল-উত্তর যোগ্যতা যাচাই |
৫১৷ অনুমোদন প্রক্রিয়া |
৫২৷ চুক্তি সম্পাদন নোটিশ জারী এবং চুক্তি স্বাক্ষর |
৫৩৷ দরপত্র প্রক্রিয়ার পরিসমাপ্তি |
অংশ-৪ বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের জন্য আগ্রহ ব্যক্তকরণের আবেদনপত্র ও প্রস্তাব প্রক্রিয়াকরণ |
৫৪৷ আগ্রহব্যক্তকরণের আবেদনপত্র দাখিল |
৫৫৷ আবেদনপত্র উন্মুক্তকরণ |
৫৬৷ আবেদনপত্র মূল্যায়ন এবং সংক্ষিপ্ত তালিকা অনুমোদন, ইত্যাদি |
৫৭৷ প্রস্তাব দাখিলের অনুরোধ সম্বলিত দলিল প্রস্তুত, বিতরণ, ইত্যাদি |
৫৮৷ প্রস্তাব উন্মুক্তকরণ |
৫৯৷ প্রস্তাব মূল্যায়ন |
৬০৷ নিগোসিয়েশন |
৬১৷ অনুমোদন প্রক্রিয়া |
৬২৷ চুক্তি স্বাক্ষর |
৬৩৷ প্রস্তাব প্রক্রিয়ার পরিসমাপ্তি |
সপ্তম অধ্যায় পেশাগত অসদাচরণ, অপরাধ, ইত্যাদি |
|
[পেশাগত অসদাচরণ, অপরাধ, চুক্তি বাতিল, ইত্যাদি;] |
অষ্টম অধ্যায় সরকারী ক্রয়ে ইলেকট্রনিক পরিচালন পদ্ধতির ব্যবহার, ইত্যাদি |
৬৫৷ ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সরকারী ক্রয় (e-Government Procurement) |
নবম অধ্যায় বিবিধ |
৬৬৷ কনসেশন চুক্তি সম্পর্কিত বিধান |
৬৭৷ পরিবীক্ষণ, ইত্যাদির ব্যাপারে সরকারের দায়িত্ব |
৬৮৷ রাষ্ট্রীয় জরুরী প্রয়োজন, ইত্যাদি ক্ষেত্রে সরকারী ক্রয় সম্পর্কিত বিশেষ বিধান |
৬৯৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ |
৭০৷ বিধি প্রণয়নের ক্ষমতা |
৭১৷ জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা |
৭২৷ ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ |
৭৩৷ রহিতকরণ ও হেফাজত |
|
|
|
|
 |
Copyright © 2010,
Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and
Parliamentary Affairs |
|
|
|
|
| |