|
|
|
|
|
|
//
|
সিটি কর্পোরেশন সংক্রান্ত বিদ্যমান আইন ও অধ্যাদেশসমূহ একীভূত, অভিন্ন এবং সমন্বিতকরণকল্পে প্রণীত আইন
|
|
|
যেহেতু সিটি কর্পোরেশন সংক্রান্ত বিদ্যমান আইন ও অধ্যাদেশসমূহ একীভূত, অভিন্ন এবং সমন্বিতকরণকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- |
|
|
CONTENTS |
|
SECTIONS |
|
CHAPTER প্রথম ভাগ প্রারম্ভিক |
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
|
২৷ সংজ্ঞা
|
PART দ্বিতীয় ভাগ
|
CHAPTER প্রথম অধ্যায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, ইত্যাদি |
৩৷ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা
|
৩ক। ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তিকরণ, ইত্যাদি
|
৪৷ সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণ বা সংকোচন
|
৫৷ সিটি কর্পোরেশন গঠন
|
৬৷ সিটি কর্পোরেশনের মেয়াদ
|
CHAPTER দ্বিতীয় অধ্যায় মেয়র ও কাউন্সিলর সম্পর্কিত বিধান |
৭৷ মেয়র ও কাউন্সিলরগণের শপথ বা ঘোষণা
|
৮৷ সম্পত্তি সম্পর্কিত ঘোষণা
|
৯৷ মেয়র এবং কাউন্সিলরগণের যোগ্যতা ও অযোগ্যতা
|
১০৷ একাধিক পদে প্রার্থিতায় বাধা
|
১১৷ মেয়র ও কাউন্সিলরগণের পদত্যাগ
|
১২৷ মেয়র ও কাউন্সিলরগণের সাময়িক বরখাস্তকরণ৷
|
১৩৷ মেয়র এবং কাউন্সিলরগণের অপসারণ
|
১৪৷ অনাস্থা প্রস্তাব
|
১৫৷ মেয়র ও কাউন্সিলরগণের পদ শূন্য হওয়া
|
১৬৷ আকস্মিক পদ শূন্যতা
|
১৭৷ মেয়র ও কাউন্সিলরগণের অনুপস্থিতির ছুটি
|
১৮৷ মেয়র ও কাউন্সিলরগণের সম্মানী ও অন্যান্য সুবিধা
|
১৯৷ মেয়র ও কাউন্সিলর কর্তৃক রেকর্ডপত্র দেখিবার অধিকার
|
২০৷ মেয়রের প্যানেল
|
২১৷ মেয়র প্যানেলের সদস্য কর্তৃক মেয়রের দায়িত্ব পালন
|
২২৷ সদস্যপদ পুনর্বহাল
|
২৩৷ দায়িত্ব হস্তান্তর
|
২৪৷ ব্যত্যয়ের দণ্ড
|
২৫৷ অবস্থা বিশেষে প্রশাসক নিয়োগ
|
২৬৷ গেজেট নোটিফিকেশন
|
CHAPTER তৃতীয় অধ্যায় ওয়ার্ড বিভক্তিকরণ ও সীমানা নির্ধারণ |
২৭৷ কর্পোরেশনকে ওয়ার্ডে বিভক্তিকরণ
|
২৮৷ সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ
|
২৯৷ ওয়ার্ডের সীমানা নির্ধারণ৷
|
৩০৷ সংরক্ষিত আসনের ওয়ার্ড সীমানা নির্ধারণ
|
CHAPTER চতুর্থ অধ্যায় নির্বাচন ব্যবস্থাপনা |
৩১৷ ভোটার তালিকা
|
৩২৷ ভোটাধিকার
|
৩২ক। নির্বাচনে অংশগ্রহণ
|
৩৩৷ মেয়র ও কাউন্সিলর নির্বাচন
|
৩৪৷ নির্বাচনের সময়, ইত্যাদি
|
৩৫৷ নির্বাচন পরিচালনা
|
৩৬৷ মেয়র ও কাউন্সিলর নির্বাচনের ফলাফল প্রকাশ
|
CHAPTER পঞ্চম অধ্যায় নির্বাচনী বিরোধ |
৩৭৷ নির্বাচনী দরখাস্ত দাখিল
|
৩৮৷ নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন
|
৩৯৷ নির্বাচনী দরখাস্ত স্থানান্তর
|
৪০৷ নির্বাচনী দরখাস্ত, আপিল, ইত্যাদি নিষ্পত্তি
|
CHAPTER ষষ্ঠ অধ্যায় কর্পোরেশনের কার্যাবলী |
৪১৷ কর্পোরেশনের দায়িত্ব ও কার্যাবলী
|
৪২৷ সরকারের নিকট কর্পোরেশনের কার্যক্রম হস্তান্তর, ইত্যাদি
|
৪৩৷ কর্পোরেশনের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন
|
৪৪৷ নাগরিক সনদ প্রকাশ
|
৪৫৷ উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার
|
CHAPTER সপ্তম অধ্যায় নির্বাহী ক্ষমতা |
৪৬৷ নির্বাহী ক্ষমতা ও কার্য পরিচালনা
|
৪৭৷ সিটি কর্পোরেশনের এলাকাকে অঞ্চলে বিভক্তিকরণ
|
৪৮৷ কার্য সম্পাদন
|
৪৯৷ কর্পোরেশনের সভা
|
৫০৷ স্থায়ী কমিটি গঠন
|
৫১৷ স্থায়ী কমিটির কার্যাবলী
|
৫২৷ অন্যান্য কমিটি গঠন
|
৫৩৷ যে কোন ব্যক্তিকে কর্পোরেশনের কাজে সম্পৃক্তকরণ
|
৫৪৷ কর্পোরেশনের সভায় জনসাধারণের প্রবেশাধিকার
|
৫৫৷ কাউন্সিলরগণের ভোটদানের উপর বাধা-নিষেধ
|
৫৬৷ সভার কার্য পদ্ধতি ও কার্য পরিচালনা
|
৫৭৷ সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ
|
৫৮৷ কার্যাবলী ও কার্যধারা বৈধকরণ
|
৫৯৷ চুক্তি
|
৬০৷ পূর্ত কাজ
|
৬১৷ নথিপত্র, প্রতিবেদন, ইত্যাদি
|
CHAPTER অষ্টম অধ্যায় কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী |
৬২৷ প্রধান নির্বাহী কর্মকর্তা
|
৬৩৷ প্রধান নির্বাহী কর্মকর্তার বিশেষ ক্ষমতা
|
৬৪৷ প্রধান নির্বাহী কর্মকর্তার সভা সম্পর্কিত অধিকার
|
৬৫৷ সচিব
|
৬৬৷ কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী
|
৬৭৷ শ্রমিক নিয়োজিত করা
|
৬৮৷ কর্মকর্তা ও কর্মচারী বদলী
|
৬৯৷ কর্পোরেশনের নির্বাচিত জন প্রতিনিধি ও কর্মকর্তা বা কর্মচারীগণের সম্পর্ক
|
PART তৃতীয় ভাগ
|
CHAPTER প্রথম অধ্যায় কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা |
৭০৷ কর্পোরেশনের তহবিল
|
৭১৷ তহবিল সংরক্ষণ, বিনিয়োগ, ইত্যাদি৷
|
৭২৷ তহবিলের প্রয়োগ
|
৭৩৷ তহবিলের উপর দায়
|
৭৪৷ বাজেট মঞ্জুরী বহির্ভূত অর্থ ব্যয়ের ক্ষেত্রে বাধা
|
৭৫৷ কর্পোরেশন তহবিল হইতে জনস্বার্থে অর্থ ব্যয়
|
৭৬৷ বাজেট
|
৭৭৷ হিসাব
|
৭৮৷ হিসাব নিরীক্ষা
|
৭৯৷ ঋণ
|
৮০৷ কর্পোরেশনের সম্পত্তি
|
৮১৷ কর্পোরেশনের নিকট দায়
|
CHAPTER দ্বিতীয় অধ্যায় কর্পোরেশনের করারোপ |
৮২। কর আরোপ
|
৮৩। প্রজ্ঞাপন ও কর বলবৎকরণ
|
৮৪। আদর্শ কর তফসিল
|
৮৫। কর আরোপের ক্ষেত্রে নির্দেশাবলী
|
৮৬। কর সংক্রান্ত দায়
|
৮৭৷ কর সংগ্রহ ও আদায়
|
৮৮৷ কর নিরূপণের বিরুদ্ধে আপত্তি
|
৮৯। বেতনাদি হইতে কর কর্তন
|
৯০। কর, ইত্যাদি আরোপণ পদ্ধতি
|
PART চতুর্থ ভাগ
|
CHAPTER প্রথম অধ্যায় কর্পোরেশন পরিচালনা প্রতিবেদন |
৯১। কর্পোরেশনের বার্ষিক পরিচালনা প্রতিবেদন
|
CHAPTER দ্বিতীয় অধ্যায় অপরাধ ও দণ্ড |
৯২৷ অপরাধ
|
৯৩৷ দণ্ড
|
৯৪৷ অভিযোগ প্রত্যাহার
|
৯৫৷ অপরাধ বিচারার্থে গ্রহণ
|
৯৬৷ পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য
|
PART পঞ্চম ভাগ
|
CHAPTER প্রথম অধ্যায় কর্পোরেশন সংক্রান্ত সরকারের ক্ষমতা ও দায়িত্বাবলী |
৯৭। নথিপত্র, ইত্যাদি তলব
|
৯৮। পরিদর্শন
|
৯৯। প্রশাসনিক ব্যাপারে সরকারের নির্দেশ
|
১০০৷ ধারা ৯৯ এর অধীনে আদেশ কার্যকরীকরণ
|
১০১। বে-আইনী কার্যক্রম বাতিল
|
১০২। কর্পোরেশনের কোন বিশেষ বিভাগ বা প্রতিষ্ঠানের কাজকর্ম সাময়িকভাবে স্থগিতকরণ
|
১০৩। কর্পোরেশনের রেকর্ড ইত্যাদি পরিদর্শনের ক্ষমতা
|
১০৪। কারিগরি তদারকি ও পরিদর্শন
|
১০৫৷ সরকারের দিক-নির্দেশনা প্রদান এবং তদন্ত করিবার ক্ষমতা
|
১০৬৷ কর্পোরেশনের কর্মকর্তা বা কর্মচারীগণের বিরুদ্ধে গাফিলতির জন্য ব্যবস্থা গ্রহণ
|
১০৭৷ কর্পোরেশনের সিদ্ধান্ত, কার্যবিবরণী, ইত্যাদি বাতিল বা স্থগিতকরণ
|
১০৮। কর্পোরেশনের গঠন বাতিল[, বিলুপ্ত]ও পুনঃনির্বাচন
|
১০৯। স্থায়ী আদেশ
|
CHAPTER দ্বিতীয় অধ্যায় তথ্যাদি প্রাপ্তির অধিকার |
১১০। তথ্যাদি প্রাপ্তির অধিকার
|
CHAPTER তৃতীয় অধ্যায় টিউটোরিয়াল স্কুল, কোচিং সেন্টার, প্রাইভেট হাসপাতাল, ইত্যাদি নিবন্ধিকরণ |
১১১৷ টিউটোরিয়াল স্কুল, কোচিং সেন্টার, ইত্যাদি নিবন্ধিকরণ
|
১১২। প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ইত্যাদির নিবন্ধিকরণ
|
১১৩। নিবন্ধিকরণে ব্যর্থতার দণ্ড
|
১১৪। কর্পোরেশনের অধীন নিবন্ধিত প্রতিষ্ঠানের বাৎসরিক নবায়ন
|
১১৫৷ পুনঃনিবন্ধিকরণ
|
PART ষষ্ঠ ভাগ
|
CHAPTER প্রথম অধ্যায় বিবিধ |
১১৬৷ আপিল
|
১১৭৷ ক্ষমতা অর্পণ
|
১১৮৷ প্রকাশ্য রেকর্ড
|
১১৯। মেয়র, কাউন্সিলর, ইত্যাদি জনসেবক
|
১২০। বিধি প্রণয়নের ক্ষমতা
|
১২১৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা
|
১২২৷ উপ-আইন প্রণয়নের ক্ষমতা
|
১২৩৷ সরল বিশ্বাসে কৃত কার্য রক্ষণ
|
১২৪৷ অসুবিধা দূরীকরণ
|
১২৫। আইনের ইংরেজী পাঠ
|
১২৬৷ রহিতকরণ ও হেফাজত
|
SCHEDULE
|
|
|
 |
|
Copyright © 2010,
Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and
Parliamentary Affairs |
|
|
|
|
| |