Bangla Academy Ordinance, 1978 রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করিবার উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু Bangla Academy Ordinance, 1978 (Ordinance No. XIX of 1978) রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করিবার উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
CONTENTS
SECTIONS
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
৩। একাডেমি প্রতিষ্ঠা, ইত্যাদি
৪। একাডেমির প্রধান কার্যালয়
৫। একাডেমি গঠন
৬। একাডেমির সভাপতি নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, ইত্যাদি
৭। ফেলো
৮। জীবনসদস্য ও সদস্য
৯। সদস্যপদ বাতিল
১০। একাডেমির কার্যাবলি
১১। মুখ্য প্রতিষ্ঠান
১২। একাডেমির বিভাগ
১৩। গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট স্থাপন
১৪। মুদ্রণালয়
১৫। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ, ইত্যাদি