বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থা প্রবর্তন, সকল অভিবাসী কর্মী ও তাহাদের পরিবারের সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করিবার এবং বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families, 1990 এবং শ্রম ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক অন্যান্য সনদের সহিত সঙ্গতিপূর্ণ করিবার উদ্দেশ্যে Emigration Ordinance, 1982 রহিতপূর্বক একটি নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থা প্রবর্তন, সকল অভিবাসী কর্মী ও তাহাদের পরিবারের সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করিবার এবং বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families, 1990 এবং শ্রম ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক অন্যান্য সনদের সহিত সঙ্গতিপূর্ণ করিবার উদ্দেশ্যে Emigration Ordinance, 1982 (Ordinance No. XXIX of 1982) রহিতপূর্বক একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
CONTENTS
SECTIONS
CHAPTER প্রথম অধ্যায় প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
CHAPTER দ্বিতীয় অধ্যায় অভিবাসী কর্মী প্রেরণ, অভিবাসন, ইত্যাদি
৩। অভিবাসী কর্মী প্রেরণের কর্তৃত্ব
৪। অভিবাসন
৫। কতিপয় ব্যক্তির বহির্গমনের ক্ষেত্রে এই আইনের অপ্রযোজ্যতা
৬। সমতা নীতির প্রয়োগ
৭। বহির্গমনের স্থান
৮। অভিবাসন সংক্রান্ত নিষেধাজ্ঞা
CHAPTER তৃতীয় অধ্যায় রিক্রুটিং এজেন্ট, লাইসেন্স, ইত্যাদি
৯। লাইসেন্স
১০। লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা
১১। লাইসেন্সের মেয়াদ ও নবায়ন
১২। লাইসেন্স স্থগিতকরণ ও বাতিল
১৩। লাইসেন্স প্রত্যাহার
১৪। শাখা অফিস
১৫। রিক্রুটিং এজেন্টের দায়িত্ব
১৬। রিক্রুটিং এজেন্টের শ্রেণীবিভাগ
১৭। লাইসেন্স হস্তান্তর ও ঠিকানা পরিবর্তন, ইত্যাদি
১৮। জামানত বাজেয়াপ্তকরণ, ইত্যাদি
CHAPTER চতুর্থ অধ্যায় অভিবাসী কর্মীর নিবন্ধন, বহির্গমন ছাড়পত্র, ইত্যাদি
১৯। অভিবাসী কর্মীর নিবন্ধন ও স্বার্থ সংরক্ষণ
২০। বহির্গমন ছাড়পত্র
২১। অভিবাসন ব্যয়
CHAPTER পঞ্চম অধ্যায় কর্মসংস্থান চুক্তি
২২। কর্মসংস্থান চুক্তি
CHAPTER ষষ্ঠ অধ্যায় শ্রম কল্যাণ উইং এবং অভিবাসন বিষয়ক চুক্তি
২৩। শ্রম কল্যাণ উইং
২৪। শ্রম কল্যাণ উইং এর দায়িত্ব
২৫। অভিবাসন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি
CHAPTER সপ্তম অধ্যায় অভিবাসী কর্মীর অধিকার
২৬। তথ্যের অধিকার
২৭। আইনগত সহায়তা
২৮। দেওয়ানী মামলা দায়েরের অধিকার
২৯। দেশে ফিরিয়া আসিবার অধিকার
৩০। আর্থিক ও অন্যান্য কল্যাণমূলক কর্মসূচি
CHAPTER অষ্টম অধ্যায় অপরাধ, দণ্ড ও বিচার
৩১। অবৈধভাবে বিদেশে কর্মী প্রেরণ, অর্থ গ্রহণ, ইত্যাদির দণ্ড
৩২। অননুমোদিত বিজ্ঞাপন প্রকাশের দণ্ড
৩৩। বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত চাহিদাপত্র, ভিসা বা কার্যানুমতিপত্র সংগ্রহে অবৈধ পন্থা গ্রহণ বা ক্রয়-বিক্রয়ের দণ্ড
৩৪। বহির্গমন স্থান ব্যতীত অন্য স্থান দিয়া বহির্গমনের ব্যবস্থাকরণের দণ্ড