প্রিন্ট

11/07/2025
Laws of Bangladesh

অর্থ আইন, ২০১৬

( ২০১৬ সনের ২৮ নং আইন )

তৃতীয় অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন

Ordinance No. XXXVI of 1984 এর section 30 এর সংশোধন
২২। উক্ত Ordinance এর section 30 এর-
 
 
(ক) clause (aa) এর-
 
 
(অ) “and মূল্য সংযোজন কর (value-added tax) thereon has not been collected or deducted and credited in accordance with the provisions of মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন)” শব্দগুলি, কমা ও বন্ধনীগুলি বিলুপ্ত হইবে;
 
 
(আ) পর নিম্নরূপ clause (aaa) সন্নিবেশিত হইবে, যথা:- “(aaa) any payment by way of salary to an employee if the employee is required to obtain a twelve-digit Taxpayer”s Identification Number under the provisions of this Ordinance but fails to obtain the same at the time of making such payment;”;
 
 
(খ) clause (e) এর “four lakh and fifty thousand” শব্দগুলির পরিবর্তে “four lakh and seventy five thousand and to any employee who is a person with disability, as exceeds taka twenty five lakh” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে;
 
 
(গ) clause (k) এর “one percent” শব্দগুলির পরিবর্তে “one point two five percent (1.25%)” শব্দগুলি, সংখ্যাগুলি, বন্ধনীগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে ।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs