প্রিন্ট

13/09/2024
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৮ নং আইন )

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অভিগমন দলিল (Instrument of Accession) দাখিল করিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হইয়াছে; এবং

যেহেতু চুক্তির বাস্তবায়নসহ ব্যাংকের সদস্য হিসাবে দায়-দায়িত্ব পালন এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল: -

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই আইন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

সংজ্ঞা

২।  বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- 

(১) “চুক্তি” অর্থ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৫ জুলাই, ২০১৪ খ্রিষ্টাব্দ তারিখে সম্পাদিত Agreement on the New Development Bank;

(২) “ব্যাংক” অর্থ চুক্তির অধীন প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক; এবং

(৩) “তফসিল” অর্থ এই আইনের তফসিল।

আর্থিক সংস্থান

৩। (১) চুক্তির ANNEX এ বর্ণিত Articles of Agreement of the New Development Bank এর Article 7, 8 ও 9 এর অধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে প্রদেয় প্রয়োজনীয় সমুদয় অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদত্ত হইবে।

(২) চুক্তি অনুসারে ব্যাংক হইতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ সংযুক্ত তহবিলে জমা হইবে।

ব্যাংকের আমানতদার

৪।   বাংলাদেশে অবস্থিত ব্যাংকের ধারণকৃত বাংলাদেশি মুদ্রা বা অন্যান্য পরিসম্পদের আমানতদার (depository) হইবে বাংলাদেশ ব্যাংক।

চুক্তির কতিপয় বিশেষ বিধানের আইনগত মর্যাদা

৫।  আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, তফসিলে উল্লিখিত চুক্তির বিধানাবলি বাংলাদেশে আইনের মর্যাদাসম্পন্ন হইবে:

তবে শর্ত থাকে যে, চুক্তির ANNEX এ বর্ণিত Articles of Agreement of the New Development Bank এর Article 34. Exemption from Taxation সংক্রান্ত বিধানের এইরূপ কোনো ব্যাখ্যা করা যাইবে না, যাহা-

(ক) ব্যাংক কর্তৃক কোনো প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ব্যতীত বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা

(খ) বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে ব্যাংককে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়।

চুক্তির অধীন বাধ্যবাধকতা এবং দায়িত্ব পালনে পদক্ষেপ গ্রহণের ক্ষমতা

৬।  সরকার, চুক্তির অধীন আর্থিক বাধ্যবাধকতা ও দায়িত্ব পালনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করিবে।

তফসিল সংশোধনের ক্ষমতা

৭।  সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরবর্তীতে চুক্তির সংশোধনীর সহিত সামঞ্জস্য রাখিয়া তফসিল সংশোধন করিতে পারিবে।

বিধি প্রণয়নের ক্ষমতা

৮।   সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে।

ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

৯।   (১) এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) মূল বাংলা পাঠ এবং ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs