প্রিন্ট

06/10/2024
Laws of Bangladesh

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ১ নং আইন )

বিশ্ববিদ্যালয়ের তহবিল
৪৮৷ (১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তহবিল নামে বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে৷
 
 
 
 
(২) বিশ্ববিদ্যালয়ের তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা-
 
 
 
 
(ক) সরকার হইতে প্রাপ্ত বরাদ্দ;
 
 
 
 
(খ) মঞ্জুরী কমিশন হইতে প্রাপ্ত বরাদ্দ;
 
 
 
 
(গ) বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হাসপাতালের নিজস্ব আয়;
 
 
 
 
(ঘ) বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত এবং তত্কর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা;
 
 
 
 
(ঙ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান;
 
 
 
 
(চ) দেশী-বিদেশী কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
 
 
(ছ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা;
 
 
 
 
(জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ;
 
 
 
 
(ঝ) বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত বিভিন্ন ফি, চার্জ ইত্যাদি;
 
 
 
 
(ঞ) সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত আয়ের অন্যান্য উত্স হইতে প্রাপ্ত অর্থ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs