মেয়র [* * * ]  এবং কমিশনারের যোগ্যতা ও অযোগ্যতা
                               
                               
                           
                           
                           
                       
                
                
                    
                    ৮৷  (১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে ও তাঁহার বয়স পঁচিশ বত্সর হইলে এবং তাঁহার নাম কর্পোরেশনের কোন ওয়ার্ডের ভোটার তালিকায় লিপিবদ্ধ থাকিলে উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে মেয়র  [* * *] বা কমিশনার নির্বাচিত হইবার এবং উক্তরূপ মেয়র  [* * *] বা কমিশনার থাকিবার যোগ্য হইবেন৷ 	
 
 
	 
 
	(২) কোন ব্যক্তি মেয়র  [* * *] বা কমিশনার নির্বাচিত হইবার এবং উক্তরূপ মেয়র  [* * *] বা কমিশনার থাকিবার যোগ্য হইবেন না, যদি-	
 
 
	 
 
(ক) 	তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন বা হারান;	
 
 
	 
 
(খ) 	তাঁহাকে কোন আদালত অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন;	
 
 
	 
 
(গ) 	তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন;	
 
 
	 
 
(ঘ) 	তিনি দুর্নীতি বা নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যুন দুই বত্সর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর পাঁচ বত্সর অতিবাহিত না হইয়া থাকে; অথবা	
 
 
(ঙ) 	তিনি প্রজাতন্ত্রের বা কর্পোরেশনের অথবা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের কর্মে লাভজনক সার্বক্ষণিক কোন পদে অধিষ্ঠিত থাকেন; অথবা	
 
 
	 
 
(চ) 	তিনি কর্পোরেশনের কোন কাজ সম্পাদনের বা মালামাল সরবরাহের জন্য ঠিকাদার হন, অথবা কর্পোরেশনের কোন বিষয়ে তাঁহার কোনরূপ আর্থিক স্বার্থ থাকে অথবা, তিনি কর্পোরেশন এলাকায় সরকার কর্তৃক নিযুক্ত কোন অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকানদার হন; অথবা	
 
 
	 
 
(ছ) 	তাহার নিকট এই আইনের অধীনে আরোপিত কর, রেট, সেস, টোল অথবা ফি কিংবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোন ঋণ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকে৷	
 
 
	 
 
ব্যাখ্যা৷- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে-	
 
 
	 
 
(অ) 	“ব্যাংক” অর্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ৫(ণ) তে সংজ্ঞায়িত ব্যাংক কোম্পানী;	
 
 
	 
 
(আ)	“আর্থিক প্রতিষ্ঠান” অর্থ 
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২(খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান;	
 
 
	 
 
 [* * *] অথবা	
 
 
	 
 
(ঝ) 	তিনি প্রজাতন্ত্রের বা কোন স্থানীয় কর্তৃপক্ষের কোন পদ হইতে নৈতিক স্খলনজনিত অসদাচরণের দায়ে বরখাস্ত হন এবং তাঁহার বরখাস্তের তারিখ হইতে যদি পাঁচ বত্সর অতিক্রান্ত না হইয়া থাকে৷